কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুর্গম রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন হাওরে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২), বদরুল মিয়ার ছেলে আবির (৩), নোয়ারচর গ্রামের আফজাল মিয়ার ২ বছর বয়সী শিশুপুত্র ও পেরুয়া গ্রামের ফিরোজের ২ বছরের বয়সী শিশুপুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ৩১ জন যাত্রী নিয়ে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। এ সময় কালিয়াগুটা হাওরের আইনুল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে ৬ জনের লাশ উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠেতে সক্ষম হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া জানান, এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নৌকাডুবিতে ছয় জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতার কর্মচারীর বাসার ভল্টে দুই কোটি টাকা