আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব ‘নওরোজ’ পালন করতে আসা মানুষের ভিড়ে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। বুধবারের এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলে সাখি মাজারের কাছে আত্মঘাতী এ বোমা হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আলী আবাদ হাসপাতালের বাইরে বিস্ফোরণস্থলের এলাকাটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেনি কেউ। সম্প্রতি তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছে দেশটিতে। বিবিসি।