বুধবার পূর্বাঞ্চলীয় একটি শহরতলীতে এক ভবনেও হামলা হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কর্মকর্তা।
তালেবান হামলা দায় স্বীকার করে জানিয়েছে, একটি গোয়েন্দা ভবনে এবং সেনা নিয়োগ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, রাজধানীর পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের পরপর বন্দুকযুদ্ধের শব্দ পাওয়া যায়।
একজন তালেবান মুখপাত্র হামলায় ব্যাপক হতাহত হওয়ার দাবি করলেও এখন পর্যন্ত এর কোনো সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্র আল জাজিরাকে বলেছে, থানা এবং সেনা প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কাবুল থেকে আল জাজিরার সাংবাদিক কায়েস আজিমি বলেছেন, যেখানে হামলা চালানো হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং নিরাপদ এলাকা।
তিনি বলেন, আত্মঘাতী বেল্ট পরা অন্তত দুজন বন্দুকধারী পুলিশ সদর দফতরে প্রবেশ করেছে এবং এখন সেখানে বন্দুকযুদ্ধ চলছে।
হাসপাতাল কর্মকর্তার বলেছেন, এ পর্যন্ত ছয়জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আনা হয়েছে।
বিস্ফোরণের বিকট শব্দ শহরের বিভিন্ন স্থান থেকে শোনা গেছে।
গত মাসে কাবুল সুপ্রিম কোর্টে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২০ জন মারা যান। ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছিল।