কান্তিভিটা সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে মানিক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোরে কান্তিভিটা সীমান্ত থেকে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা।আটক মানিক উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিক ভারতে গরু আনতে গেলে ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এসময় মিন্টুর সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার বলেন, আটক যুবক ভারতের ভেতরে ধরা পড়েছে। তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন অধ্যাপক হান্নান ফিরোজ
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণের পর সাখাওয়াতসহ ৩ জনের জামিন