কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোটারের রায়

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

স্পেনের সহিংস বাধা সত্ত্বেও স্বাধীনতার প্রশ্নে কাতালুনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ৯০ শতাংশ ভোটারই স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন।

কাতালান কর্মকর্তারা জানিয়েছেন, ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে এবং এর মধ্যে ৯০ শতাংশ ভোটারই স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন।

ভোটের ফল ঘোষণা করার পর কাতালানদের নেতা কার্লোস পুজডেমন্ড বলেছেন, গণভোটের পর কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণার দরজা খুলে গেছে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে কাতালুনিয়ার নাগরিকরা প্রজাতন্ত্রের আদলে স্বাধীন দেশ গড়ার অধিকার অর্জন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে কাতালান পার্লামেন্টকে নির্বাচনের ফল পাঠানো হবে।

এদিকে স্পেনের সাংবিধানিক আদালত এই গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাহই বলেন, অবৈধ ভোটে অংশ নিয়ে কাতালানরা বোকামি করেছে।

রোববার কাতালুনিয়ার গণভোট বন্ধ করতে ব্যাপক চেষ্টা চালায় স্পেনের পুলিশ। তারা গণভোটের জন্য নির্ধারিত কেন্দ্রগুলো বন্ধ করে দেয় এবং ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ছাড়া কাতালানদের ওপর হামলাও চালায়।

পুলিশের এ আচরণকে ভোটাধিকার ও স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে কাতালানের ৪০টিরও বেশি বাণিজ্যিক সংস্থা। তারা মঙ্গলবার হরতাল পালনের ডাক দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে দুর্দশাগ্রস্ত মিয়ানমারবাসীর জন্য একবেলা খাব : প্রধানমন্ত্রী