কাতার থেকে বিড়াল নিয়ে ইংল্যান্ডে ফিরছেন ওয়াকার-স্টোনস

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস খালি সুটকেস নিয়ে গিয়েছিলেন কাতারে, উদ্দেশ্য ছিল ট্রফি ভরে আনবেন। কিন্তু পারেননি। ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে খালি হাতে ফিরেছে ইংল্যান্ড। কিন্তু একেবারে খালি হাতে ফিরছেন না দুই তারকা ফুটবলার কাইল ওয়াকার ও জন স্টোনস।

নিঃসঙ্গ একটি বিড়ালকে দত্তক নিয়েছেন দুই ফুটবলার। মাসখানেক পর ওয়াকার ও স্টোনস পেতে যাচ্ছেন তাকে। দলের ট্রেনিং ক্যাম্পে এই প্রাণীর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তাদের। স্টোনস বিড়ালটির নাম দিয়েছেন ডেভ। ম্যানসিটির দুই তারকা ফুটবলারের সঙ্গে পুনর্মিলন হওয়ার আগে চার মাস কোয়ারেন্টাইনে কাটাতে হবে ডেভকে।

এই বিড়ালকে টিকা দেওয়া ও মাইক্রোচিপ লাগিয়ে নিতে কাতার প্রাণী কল্যাণ সোসাইটিকে ২ হাজার পাউন্ড দিতে হয়েছে ওয়াকার ও স্টোনসকে।

এফএ’র অফিসিয়াল মেডিক্যাল চ্যানেলকে ওয়াকার বলেছেন, ‘একদিন সে ওখানে ছিল, আমরা তাদের পোষ্য নিতে চাইলাম, আমি ও স্টোনসি। ডেভকে আমাদের টেবিলে স্বাগত জানালাম, কিছু লোক সত্যিই বিড়ালকে পছন্দ করেনি। কিন্তু আমি তাকে ভালোবাসি। প্রতি রাতে সে তার খাবারের জন্য অপেক্ষা করতো।’

এর আগে ব্রাজিলের প্রেস কনফারেন্স টেবিল থেকে বিড়ালকে ফেলে দেওয়ায় সমালোচিত হয়েছিলেন ব্রাজিল ফুটবল দলের মিডিয়া ম্যানেজার।

 

পূর্ববর্তী নিবন্ধসিডিবিএল’র চেয়ারম্যান কবির ও ভাইস চেয়ারম্যান বুলবুল
পরবর্তী নিবন্ধ‘বেশরম’ দীপিকা পাড়ুকোনের বাজিমাত