কাঠমাণ্ডু তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
নেপালে অনুষ্ঠিতব্য প্রথম কাঠমাণ্ডু আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ৪টি সোনাসহ ১৪টি পদক জয় করে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৮০ কেজি ফাইটে মাসুম খান, পুমসে ক্যাটাগরিতে দিপু চাকমা, নুরুদ্দিন হুসাইন ও সামির খান একটি করে সোনা জয় করেন। একটি করে রুপা পেয়েছেন ৬৩ কেজি ফাইটে নুরল আমিন, ৬৪ কেজি ফাইটে কাজী মো. এনায়েতুল্লাহ, ৮৭ কেজি ফাইটে শেখ হুমায়ুন কবির।

এছাড়া ৪৬ কেজি ফাইটে লাবিবা ফাইরুজ হাসান, ৫২ কেজি ফাইটে ফ্রিয়ানা কুরাইশি ও ৪২ কেজি ফাইটে রাদিয়াহ রিয়ানা মুশফিক একটি করে ব্রোঞ্জ পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ জানতে অতি সহজে শিখুন কাকের ভাষা
পরবর্তী নিবন্ধএ কোন বার্সা!