পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে গতরাত ৩টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা জানান, গতকাল মধ্যরাত থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। ভোররাত ৩টার দিক কুয়াশা তীব্র আকার ধারণ করলে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়।
কর্মকর্তারা আরো জানান, ঘন কুয়াশায় ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ বুধবার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক ছোট-বড় যানবাহন।
এদিকে, পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদীপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।