নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে কুদরত-ই খুদা হৃদয় নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার ছিলেন।
মঙ্গলবার (৯ মে) দুপুরে বাড়িটির ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে যমুনা টিভির একজন রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।