কলাপাড়ায় ১২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
কলাপাড়ায় ১২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের দু’পাশের পাকা ও আধাপাকাসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রবিবার সড়ক ও জনপথ অধিদপ্তর অভিযান চালিয়ে আবাসিক হোটেল সমুদ্র বিলাস, হোটেল সাগর ছায়া, হোটেল সূর্যোদয়, হোটেল রিয়াজসহ ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এবং পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহাম্মেদ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। এসময় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহাম্মেদ বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জায়গা থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান অভিযানে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ৫কি.মি মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পটুয়াখালী চৌরাস্তা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের শিকার কিশোরীকে কোপাল আসামিরা
পরবর্তী নিবন্ধহকারদের বিদেশে কর্মসংস্থান বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত : সাঈদ খোকন