কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত পোপ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় হালকা আহত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

কলম্বিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানাতে গিয়ে নিজ গাড়িতে পোপ দুর্ঘটনার শিকার হন।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে বলা বলা হয়, ঝাঁকি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পোপ হালক আহত হন। এতে তিনি গাল ও বাম চোখে চোট পান।

ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার পর সুস্থ আছেন পোপ।

স্থানীয় সময় রোববার কলম্বিয়া ছাড়ার সময় পোপের চোখে ব্যান্ডেজ দেখা গেছে। এ সময় তিনি হাসতে হাসতে নিজের সুস্থতার কথা বলেছেন।

কলম্বিয়ায় প্রায় চার কোটি ৭০ লাখ ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে। সম্প্রতি দেশটির দীর্ঘদিনের ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তিচুক্তি হয়।

কলম্বিয়াকে সহিংসতা থেকে শান্তির পথে আনতে গত ৬ সেপ্টেম্বর দেশটি সফরে যান পোপ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা শরণার্থী বেড়ে যাওয়াকে ‘বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক’ বললেন অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধ অর্থ সংকটে বোরো আবাদের দুশ্চিন্তায় ভুগছেন হাওরাঞ্চলের কৃষক