কলকারখানার মহাপরিদর্শক পদে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে যোগ না দিলে তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হবে।

রোববার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এক্ষেত্রে তিনি আগামী ১৫ মার্চের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগ দেবেন, অন্যথায় আগামী ১৫ মার্চ অপরাহ্ন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৯
পরবর্তী নিবন্ধকার্টুনিস্ট কিশোরের করা মামলার তদন্তে পিবিআই