পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদ কর্মস্থলে ফিরেছেন। গতকাল (শনিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সামিয়া হকের স্বাক্ষরিত এক চিঠির পর আজ (রবিবার) তিনি কর্মস্থলে ফিরেছেন। ফারহান উদ্দিন নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। ফারহান জানান, নির্দেশনার পাওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্টেটাসের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় গত আট দিন ধরে টানা আন্দেলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের তোপে গতকাল শনিবার শিক্ষার্থীদের দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সামিয়া হক বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ শিক্ষক ফারহান উদ্দিনকে পুনরায় যোগদান করার নির্দেশ দিয়েছে। তদন্ত কমিটি বিষয়গুলো খতিয়ে দেখছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ-সংক্রান্ত বিষয়ে আন্দোলনের মুখপাত্র আইন বিভাগের ছাত্র নোমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আন্দোলন থেকে সরে এসেছি।
আজ রবিবার থেকে সকল শিক্ষার্থীকে ক্লাসে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে।