নিজস্ব প্রতিবেদক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি পালন করছেন মেট্রোরেল কর্মীরা। ফলে আজ (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধের আশঙ্কা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। যদিও কাজে যোগ দেননি মেট্রোরেল কর্মীরা।
এ দিকে, মেট্রোরেল কর্মীরা কাজে যোগ না দেওয়ায় মেট্রোরেলের একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এই সুযোগে একক যাত্রার যাত্রীরা বিনা টিকিটে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকতে পারছেন।
মেট্রোরেল সূত্র জানায়, এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় রোববার (১৬ মার্চ) মধ্যরাত থেকে কর্মবিরতি দেওয়া হয়। ফলে আজ সকাল থেকে মেট্রোরেল কর্মীরা কাজে যোগ দেননি। মেট্রোলের একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ রয়েছে। যাত্রী ভোগান্তি কমাতে তাদের ফ্রিতে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছে। এখন বিষয়টি সমাধানে দুই পক্ষের সঙ্গে কথা বলছে কর্তৃপক্ষ। আশা করা যায়, দ্রুত সমস্যার সমাধান হবে।
তবে এমন ছোট ঘটনায় কর্মবিরতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রোলের যাত্রীরা।