করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ১৬২ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদোহার- নবাবগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপল্লী সড়কে সেতু নির্মাণে গাফিলতকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ