করোনার সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকাসহ ১২ জেলা

নিজস্ব প্রতিবেদক : ‍কোভিড-১৯ এর সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকাসহ ১২টি জেলা। এছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে দেশের ৩২টি জেলা। বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, উচ্চ ঝুঁকিতে থাকা ১২ জেলা হলো- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়।

মধ্যম ঝুঁকিতে থাকা ৩২ জেলা হলো- সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।

অধিদপ্তরের করোনাবিষয়ক ড্যাশবোর্ডে দেশের ৬৪ জেলাকে পাঁচটি রঙে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শনাক্তের হার ৩০-৩৯ শতাংশ হলে অধিকতর গাঢ় লাল রঙ।

শনাক্তের হার ২০-২৯ শতাংশ হলে গাঢ় লাল রঙ। শনাক্তের হার ১০-১৯ শতাংশ হলে লাল রঙ। শনাক্তের হার ৫-১০ শতাংশের নিচে হলে কমলা রঙ। শনাক্তের হার ৫ শতাংশের নিচে হলে সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে এক গাছে মিলবে ২শ জাতের আম
পরবর্তী নিবন্ধঅপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২৪%