করোনার কারণে নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন পেছাল

পপুলার২৪নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় দেশটির জাতীয় নির্বাচন ৪ সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর আল জাজিরা ও বিবিসির।

সোমবার নির্বাচন পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানান আরডার্ন। ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ভোট হবে ১৭ অক্টোবর।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন সংক্রমণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহত্তম নগরী অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়।

করোনার নতুন সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক দলগুলো। সবার মতামতেই পিছিয়ে দেয়া হলো নির্বাচনের তারিখ।

আরডার্ন বলেন, নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ১০
পরবর্তী নিবন্ধআপনি সবসময় আমার অধিনায়ক থাকবেন : ধোনিকে কোহলি