পপুলার২৪নিউজ ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করেছেন, বুধবার তার পরীক্ষার ফল পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
ডনের খবরে বলা হয়েছে, একজন কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমন এক সময় সাবেক এই ক্রিকেট কিংবদন্তির করোনা পরীক্ষা করা হচ্ছে, যখন (মঙ্গলবার পর্যন্ত) দেশটিতে বৈশ্বিক মহামারীতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।
ইমরান খানের কোভিড-১৯ পরীক্ষার খবরটি দিয়েছেন ডা. ফয়সাল সুলতান। করোনাভাইরাস নিয়ে সরকারের প্রধান মুখপাত্রের ভূমিকা পালন করছেন এই চিকিৎসক।
মঙ্গলবার তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজসেবক ফয়সাল ইধির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, পরবর্তিতে পরীক্ষায় যার দেহে প্রাণঘাতী ওই ভাইরাসটি শনাক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে পাকিস্তানের সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইধি সড়কপথে করাচি থেকে ইসলামাবাদ যান।
তিনি প্রধানমন্ত্রীর হাতে করোনাভাইরাস ত্রাণ তহবিলের জন্য এক কোটি রুপির একটি চেক তুলে দেন।