নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য যুক্ত হয়েছে আরও দুটি আরটি-পিসিআর ল্যাবরেটরি। এর একটি সরকারি ও অপরটি বেসরকারি। এ নিয়ে দেশে করোনা পরীক্ষায় মোট ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ৭৯টি।
সরকারি কর্মচারী হাসপাতাল এবং অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে নতুন এ দুটি ল্যাব স্থাপন করা হয়েছে।
করোনাভাইরাস বিষয়ে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, এ ৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৫৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে, আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৩ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯০ হাজার ৫৭ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক৫১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৬৭ শতাংশ।