মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। রবিবার দুপুরে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বর থেকে একটি জনসচেতনতা মূলক র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিহীন জনসাধারণকে মাস্ক পরিধান, সচেতনতা মূলক প্রচারণা চালানো শেষে মুকসুদপুর কলেজ মোড়ে ঘন্টাব্যাপী সচেতনতা মূলক বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। র্যালি পরিচালনা করেন মুকসুদপুর থানার এসআই সাইফুল ইসলাম। তাদের এই প্রচারাভিযানে বিনামুল্যে প্রায় হাজার খানেক মাস্ক বিতরন করা হয়।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মুকসুদপুরে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় মুকসুদপুরের গুরুত্বপূর্ণ স্থানে মাস্কবিহীন জনসাধারণকে মাস্ক পরিধান ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। কলেজ মোড়ে লোকাল বাস ও পরিবহনে উঠে যাত্রীদের মাস্ক পরিধান করানো হয়েছে এবং বাস কাউন্টার পরিচালকদের বলা হয়েছে যে সকল যাত্রীদের মাস্ক নেই তাদের মাস্ক পরাতে হবে, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিবহনে চলাচল করতে হবে। দৈনন্দিনকাজে বাসা থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলল্লে করোনা মহামারির দ্বিতীয়ধাপ মোকাবেলা করা অনেকটাই সম্ভব ।