স্পোর্টস ডেস্ক:
অবশেষে ভাঙল দিমুথ করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভার ম্যারাথন জুটি। পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনের শুরুতেই ধনঞ্জয়কে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ম্যাচে এটি তার দ্বিতীয় উইকেট। ধনঞ্জয় আউট হয়েছেন ১৬৬ রান করে।
তবে জুটি ভাঙলেও সহজেই বাংলাদেশের করা ৫৪১ রান টপকে গেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারাত্নে একপ্রান্ত আগলে রেখে দলকে লিড এনে দিয়েছেন। তার সঙ্গে পঞ্চম উইকেটে খেলতে নেমেছেন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫৪৩ রান। তারা এখন এগিয়ে ২ রানে। মারমুখী ব্যাটিংয়ে আজ দিনের প্রথম ৬ ওভারেই ৩১ রান করে ফেলেছে লঙ্কানরা। এতেই স্পষ্ট, দ্রুত রান তুলে হয়তো ইনিংস ঘোষণার পথেই হাঁটবে তারা।
ক্যারিয়ারসেরা ইনিংস খেলতে থাকা করুনারাত্নে অপেক্ষায় আছেন চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার। তার রান এখন ৪৩৪ বলে ২৪৪ রান। আর মাত্র ৮ রান করলে টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রান পূরণ হবে লঙ্কান অধিনায়কের। অন্যদিকে নিসাঙ্কা ৮ বলে করে ফেলেছেন ৮ রান।