পপুলার২৪নিউজ ডেস্ক:
আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো দুর্নীতির জন্য সুপরিচিত। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে খনি থেকে আগত রাজস্বের ২০ শতাংশই বেহাত হয়ে গেছে।
এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এক প্রতিবেদনে জানিয়েছেন, গত তিন বছরে কমপক্ষে ৭৫০ মিলিয়ন ডলারের কোন হিসাব পাওয়া যায়নি। এছাড়া আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে বেহাত হওয়া বিপুল পরিমানের এ অর্থ ভাগাভাগি হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, এ বিষয়ে সরকার কোন বক্তব্য দেয়নি। তবে এর আগে খনি খাতে কোন ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি করা হয়েছিল।
কঙ্গো স্বর্ণ, ডায়মন্ড ও মোবাইল ফোনে ব্যবহারকৃত পদার্থ কোল্টান সমৃদ্ধ। তারপরও দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ সংঘাতের কারণে এর নাগরিকরা দারিদ্রতায় জর্জরিত। সূত্র: বিবিসি