কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কক্সবাজারের হিমছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

র‌্যাব ও বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতঘেঁষা মেরিন ড্রাইভের হিমছড়িতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল জানান, ভোরে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। এসময় র‌্যাব ও বিজিবি সদস্যরা তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দিলে কারটি দ্রুতগতিতে সামনে দিয়ে চলে যায় এবং র‌্যাব-বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব-বিজিবিও পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়।

তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান এএসপি আফরাজুল হক।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল
পরবর্তী নিবন্ধবৃহস্পতিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ