কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করেছি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কও চার লেনে উন্নীত করা হবে।’

এর আগে ঢাকা থেকে সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত।

সফরে বিকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধঅভয়নগরে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত
পরবর্তী নিবন্ধপাবনায় কৃষককে শ্বাসরোধে হত্যা