কওমীর স্বীকৃতি প্রদানে সরকারের কমিটমেন্ট ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকারের আগেরই কমিটমেন্ট ছিলো বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকারের আগেরই কমিটমেন্ট ছিলো। তাই প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেয়া নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে বেদে সম্প্রদায়ের তৈরী পোশাক কারখানার শোরুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়ার বিষয়ে আগেরই অঙ্গিকার ছিল, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কয়েক বছর আগে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহ শফি।

তিনি বলেন, পরবর্তীতে সেই কমিটির প্রধান শাহ শফি এবং কমিটির অন্যান্য আলেমরা যখন একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন তখন প্রধানমন্ত্রী এটাকে স্বীকৃতি দেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা আলেম-ওলামোদের দীর্ঘ দিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই। এটা মূলত যারা কাওমী মাদ্রসায় পড়ে তাদের দাবি পূরণের লক্ষ্য মাত্র।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানসহ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভোলায় হরিণের মাংসসহ আটক ৫
পরবর্তী নিবন্ধটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নেইমার