কংগ্রেসে দরকার গান্ধী পরিবারের বাইরের নেতা : প্রিয়াঙ্কা

পপুলার২৪নিউজ ডেস্ক:ভারতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বলেছেন, ‘দলের পরবর্তী সভাপতি হোক গান্ধী পরিবারের বাইরে থেকে।’

প্রদীপ ছিব্বার ও হর্ষ শাহ লিখিত ‘দ্য বুক ইন্ডিয়া টুমরো’ বইয়ে এ কথা জানিয়েছেন তিনি। একই কথা বলেছিলেন তার ভাই রাহুল গান্ধী। এবার ভাইয়ের সুরে সুর মেলালেন বোন।

তার সাফ কথা, ‘এবার সময় এসেছে পরিবারের বাইরে বেরোনোর। দলেরও এবার উচিত আলাদা রাস্তা দেখা। গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে খুশি মনেই তিনি সেটা মেনে নেবেন।’ খবর হিন্দুস্তান টাইমসের।

আগামী প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বদের মতামত, দৃষ্টিভঙ্গি নিয়ে ‘দ্য বুক ইন্ডিয়া টুমরো’ লেখা হয়েছে। সেখানেই রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়, দল চাইলে তিনি কি আবার সভাপতি পদে ফিরবেন? জবাবে তিনি বলেন, ‘আমি কংগ্রেসের আদর্শে বিশ্বাস করি। তাই আমি দলের হয়ে লড়াই চালিয়ে যাব।

এই লড়াই ও দলকে শক্তিশালী করার জন্য আমার সভাপতি হওয়ার প্রয়োজন নেই।’ রাহুল জানান, ‘কংগ্রেসের দায়বদ্ধতার সংস্কৃতি রয়েছে।

উচ্চস্তর থেকে নিুস্তর পর্যন্ত সেই ধারাবাহিকতা মেনেই কাজ চলে। ২০১৯ লোকসভায় দলের পরাজয়ের জন্য আমি দায়ী ছিলাম বলে মনে করি। তাই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি।’

এই সিদ্ধান্ত কি তার পরিবার সমর্থন করেছিল? এ প্রসঙ্গে ওয়ানাডের কংগ্রেস সংসদ সদস্য বলেন, ‘অবশ্যই আমি পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। এ বিষয়ে আমি আমার মা ও বোনের মতামতকে সম্মান করি।’

দলের অগ্রগতিতে তার পরিবারের ভূমিকাকে কীভাবে দেখেন প্রিয়াংকা গান্ধী? জবাবে কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, ‘যদি আমরা নতুন নেতৃত্বকে উদ্বুদ্ধ করতে পারি, তবেই আমরা সফল বলে মনে করব।’ তার কথায়, ‘আমার দাদাই দলের পরাজয় স্বীকার করে সরে গেছেন।

অন্য একটি জায়গায় সে জানিয়েছে, আমাদের পরিবার থেকে কারও কংগ্রেস সভাপতি হওয়া উচিত নয়। এ সিদ্ধান্তকে আমি সমর্থন করি। দল তার নিজের ছন্দে এগোবে বলে বিশ্বাস রাখি।’ গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে তিনি কি কাজ করার সুযোগ পাবেন?

প্রিয়াংকা বলেন, ‘আমাদের মতো করে দল চালাতে গেলে তুলনা আসবে। নিজের মতো করে তাকে দল পরিচালনা করতে হবে। গণতন্ত্র মেনে দল চালাতে হবে। এতে সমস্যা হওয়ার কথা নয়। আমাদের পরিবার দলীয় স্বাধীনতায় বিশ্বাসী।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃতদের ৭৬ শতাংশ পঞ্চাশোর্ধ্ব
পরবর্তী নিবন্ধসস্ত্রীক করোনা আক্রান্ত এমপি একাব্বর হোসেন