ওয়ার্নার- স্মিথ জুটিকে ফেরালেন সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:
চতুর্থ দিনের সকাল থেকেই টাইগার বোলারদের চেষ্টা ছিল ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ জুটি ভাঙার। তবে কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এর মধ্যেই মারকুটে ব্যাটিংয়ে নিজের শতক তুলে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার।

অবশেষে সেই ৪২তম ওভারে সেই ওয়ার্নারকেই ১১২ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। থামে ওয়ার্নার ঝড়।এর কিছু সময় পর তিনি
স্মিথকেও ফেরান।

এর মধ্যে অবশ্য দলকে বেশ শক্তিশালী ভিতে দাঁড় করিয়ে ফিরেছেন ওয়ার্নার। অজিদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৭।

ক্রিজে রয়েছেন পিটার হ্যান্সকম্ব ও ম্যাক্সওয়েল।

তবে তৃতীয়দিনে ২৮ রানের ভেতরে যখন অজিরা দুই উইকেট হারিয়ে ফেলে তখন স্মিথ ও ওয়ার্নারকে ফেরানোর সুযোগ মিস না করলে দৃশ্যপটটা অন্যরকম হতে পারতো।

ম্যাচ জয়ের ভিত পেয়ে যেতে পারতো বাংলাদেশ। ওয়ার্নার ১৪ ও স্মিথ ব্যক্তিগত ৩ রানের মাথায় আউটের হাত থেকে বেঁচে যান।

সাকিব আল হাসানের বলে কাট করতে গিয়ে ওয়ার্নার স্লিপে ক্যাচ দিলেও মিস করেন বলের লাইন থেকে সরে যাওয়া সৌম্য সরকার।

স্ট্যাম্পিংয়ে থার্ড আম্পায়ার রিপ্লেতে অল্পের জন্য রক্ষা পাওয়া স্মিথ আবারো ভাগ্যের সহায়তা পান।

আর মেহেদি হাসান মিরাজের বল তার ব্যাটে লেগে শর্ট লেগে দাঁড়ানো সাব্বির রহমানের তালুতে গিয়ে পড়ে। কিন্তু অহেতুক লাফিয়ে ওঠায় ক্যাচবন্দি করতে পারেননি।

এদিকে জয়ের জন্য টাইগারদের দরকার ৭টি উইকেট।

এর আগে টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ করে, আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে দাঁড়ায় ২৬৫ রানের টার্গেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন তামিম ইকবাল ৭৮, মুশফিক ৪১।

অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লিওন ৬ উইকেট দখল করেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
পরবর্তী নিবন্ধমার্কিন পুলিশকে সমরাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন ট্রাম্প