ওয়ানডেতে মিরাজের অভিষেক

পপুলার২৪নিউজ ডেস্ক:
দেশে ফিরে আসার পর আবারও যখন তাকে শ্রীলঙ্কায় ডেকে নেওয়া হলো, তখনই বোঝা গিয়েছিল ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে তরুণ স্পিন সেনসেশন মেহেদী হাসান মিরাজের। কলম্বো টেস্টের পর দেশে ফিরে এসেছিলেন মিরাজ। কথা ছিল কক্সবাজারে শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপে খেলবেন। কিন্তু বুধবার হঠাৎই দেশ থেকে ডেকে পাঠানো হয় তাকে। আজ শনিবার ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই অভিষেক হলো এই ঘূর্ণি জাদুকরের।

উইকেটের কথা মাথায় রেখে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গী হলেন মিরাজ। তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দানুষ্কা, উপুল থারাঙ্গা (অধি.), কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (উই.). আসেলা গুনারত্নে, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, মিলিন্দা শিরিবর্ধনে, লাহিরু কুমারা।

পূর্ববর্তী নিবন্ধসরাইলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২২
পরবর্তী নিবন্ধলন্ডন হামলা ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ নয় বরং ‘ইসলামিস্ট সন্ত্রাসবাদ’