পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবের মক্কায় পবিত্র হারাম শরিফের নিরাপত্তায় ৯টি পর্যবেক্ষক হেলিকপ্টার নিয়োজিত করেছে সৌদি নিরাপত্তা বিভাগ।
রমজানে অন্য মাসের তুলনায় সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে আসা হাজিদের সংখ্যা অনেক বেড়ে যায়।
আর এই হজযাত্রীদের (বিশেষ করে বয়স্কদের) সুরক্ষার জন্য সৌদি আরবের বাদশা ৯টি হেলিকপ্টার নিয়োজিত রেখেছেন। মুহূর্তের মধ্যে এই হেলিকপ্টারের মাধ্যমে যেকোনো সাহায্যেসেবা প্রদান করা সম্ভব হবে।সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদেনে বলছে, স্পেস সিকিওরিটি বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইদুল হারবি বলেন, ৯টি হেলিকপ্টার মক্কার পবিত্র হারাম শরিফ পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা সেবা দিতে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। যেখানে একটু বেশি ভিড় দেখা যাবে সেখানে হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করা হবে।
সূত্র : ভয়েস অব কেপ অনলাইন