লিম্ফোমা আক্রান্ত ঐশ্বরিয়ার বাবাকে মাসখানেক আগে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবশেষে শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কৃষ্ণরাজ রায় সেনাবাহিনীর জীববিজ্ঞানী হিসেবে কাজ করতেন।
কৃষ্ণরাজের মৃত্যু নিশ্চিত করে লীলাবতী হাসপাতালের চিকিৎসক রবিশঙ্কর বলেন, তিন সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণরাজ রাই মারা গেছেন।
শ্বশুরের অসুস্থতায় স্বাভাবিকভাবেই কঠিন সময় পার করেন অভিষেক বচ্চন। ওই সময় থেকেই তিনি সার্বক্ষণিকই ঐশ্বরিয়ার পাশে থাকার চেষ্টা করেন।
স্বামীকে নিয়ে মাঝে মধ্যেই হাসপাতালে বাবাকে দেখতে এসেছেন ঐশ্বরিয়া। হাসপাতালে ঐশ্বরিয়ার অসুস্থ বাবাকে দেখতে যান তার শ্বশুর বলিউড তারকা অমিতাভ বচ্চনও।
এদিকে কৃষ্ণরাজ রায়ের মৃত্যুর পর মুম্বাইয়ে বচ্চন পরিবারের আবাসস্থলে শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান। তারা ঐশ্বরিয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কৃষ্ণরাজ রায় মৃত্যুকালে স্ত্রী ব্রিন্দা, মেয়ে ঐশ্বরিয়া ও পুত্র আদিত্যকে রেখে গেছেন।