এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বৃটিশ সংসদীয় ইংরেজী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

????????????????????????????????????

মুজিব উল্ল্যাহ্ তুষার :

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটি (এইউডব্লিওডিস) এর আয়োজনে এলিট পেইন্ট এর সহযোগিতায় “তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের প্রত্যয়” এই স্লোগানকে সামনে নিয়ে ২৮ ও ২৯ ফেব্রুয়ারী’২০২০  চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আর্ন্তজাতিক আন্ত বিশ্ববিদ্যালয় বৃটিশ সংসদীয় ইংরেজী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ অব ডিবেটরস এবং রানার আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় । বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিষ্ট্রার ড.ডেভ ডোল্যান্ড।  দুইদিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগতায় ১৯টি দেশের  ৬৪ জন বিতার্কিকদের সমন্বয়ে ৩২ টি দল অংশগ্রহন করে । বিতর্ক পর্বের ১ম দিনে ৩২ টি দলের মধ্যে তর্কযুদ্ধ অনুষ্ঠিত হয় । এবং শেষ দিন সেখান থেকে নির্বাচিত ১৬ দল হতে ৮ দল ,পর্যায়ক্রমে ৪ দল শ্রেষ্ঠত্বের আসীনে সমাসীন হয়। যে সমস্থ দল গুলো ফাইনাল পর্বে অংশগ্রহন করে তারা হলো ব্র্যাক ইউনিভার্সিটি দল ১(নায়ারা নুর,আলিয়া ফাইরুজ), ব্র্যাক ইউনিভার্সিটি দল ২(রিশোন ইসলাম সাজিদ হাসনাত),নর্থসাউথ  ইউনিভার্সিটি (মাহতাব খন্দকার,মমতাজ রহমান মেঘা),  ও ঢাকা ইউনিভার্সিটি গ্রুপ অব ডিবেটরস(শেখ রাফি আহমেদ,মেঘ মাল্লার বোস) । বিচারকার্যে পরিচালনা করেন ১৫ জন বিচারক এবং সার্বিক ভাবে সহযোগিতা করেন ৩২ জন সংগঠক এবং সার্বক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা  উপভোগ করেন ৩০০ জন দর্শক ।এবারের বিতর্কে ১৯ টি দেশ হতে আগত বিতার্কিকরা তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের বিষয়টি তাদের যুক্তি ও  তর্কের মাধ্যমে তোলে ধরেন। আয়োজকরা এই বলে ব্যক্ত করেছেন যে  এটা সর্বকালের অন্যতম শ্রেষ্ট বিতর্ক প্রতিযোগিতা যেটির মাধ্যমে বৈচিত্রময় স্বাংস্কৃতিক বিভিন্ন বিষয় সমূহ উঠে এসেছে এবং চমৎকার এক তার্কিক যোদ্ধ উপস্থাপিত হয়েছে । এই প্রতিযোগিতাটি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের থীমের সাথে সংশ্লিষ্ঠ । যেটার মূল উপজীব্য হচ্ছে এশিয়া ও মধ্য প্রাচ্যের নারীদের শিক্ষা,উৎসাহ ও ক্ষমতায়নের মাধ্যমে নেতৃত্বের সুমহান অবস্থানে অধিষ্ঠিত করা ।
চট্টগ্রামে এটি ১ম কোন আর্ন্তজাতিক ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় এশিয়ান ইউনিভাসিটি ফর উইমেন(এইউডব্লিও) ছাড়াও  বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন(আইবিএ),ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ,বুয়েট,চুয়েট,ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি,ব্য্রাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ, প্রিমিয়ার, সহ দেশের শীর্ষস্থানীয়, ইনষ্টিটিউট, বিশ্ববিদ্যালয় ও বিতর্ক প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহন করে ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
পরবর্তী নিবন্ধ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে