স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে নারীদের আম্পায়ারিংয়ের যাত্রা শুরু হওয়ার বেশিদিন হয়নি। ২০২৪ সালের মার্চ মাসে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ারকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এশিয়া কাপের মতো বড় মঞ্চেও সুযোগ পেলেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের সঙ্গে পোস্ট দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার মাটিতে চলতি জুলাই মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে নারীদের এশিয়া কাপ আসর। যেখানে মূল ম্যাচগুলোতে আম্পায়ার হিসেবে দেখা যাবে জেসিকে। এছাড়াও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশি নারীকে যুক্ত করেছে।
ফেসবুক পোস্টে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি করে নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে। শ্রীলঙ্কায় ১৮-২৮ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।’