এলজিইডির কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে বগুড়ায় এলজিইডির মাস্টার রোল ও বিভিন্ন প্রকল্পের কর্মচারীরা।

এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা তাদের চাকুরি দ্রুত স্থায়ীকরণ করার জোর দাবি জানান। এতে বক্তব্য রাখেন- এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শামীম আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ অন্যান্যরা।

জানা যায়, এলজিইডিতে কর্মরত মাস্টাররোল ও বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৮২৩ জন কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে কর্মরত আছেন। বর্তমান প্রকৌশলী হাইকোর্টের রায়প্রাপ্ত ৩৮২৩ জনকে এখন পর্যন্ত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করেনি। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সত্ত্বেও তিনি স্থায়ীকরণ করছেন না। তিনি এসব কর্মকর্তা-কর্মচারীকে রাজস্বখাতে না দেয়ার তালবাহানা করছে। যার কারণে তারা বিগত এক বছর ধরে বেতন পাচ্ছে না। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল কবির জানান, আদালতের নির্দেশনা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কাজ শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন স্থগিত
পরবর্তী নিবন্ধআরব দেশগুলোকে দুই হাজার কোটি ডলার ঋণ দেবে চীন