এমবাপে ফুটবল বোঝে না: আর্জেন্টাইন গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক : গত মে মাসে বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন কিলিয়ান এমবাপে। যে মন্তব্য নতুন করে আলোচনায় চলে আসছে বিশ্বকাপ ফাইনালের আগে। ফরাসি ফরোয়ার্ডকে পড়তে হচ্ছে তোপের মুখে।

কী বলেছিলেন এমবাপে? ফরাসি এই তারকা বলেছিলেন, ‘ইউরোপিয়ান দলগুলো উঁচুমানের টুর্নামেন্ট খেলে। যেমন, নেশন্স লিগের মতো বড় টুর্নামেন্টের কথা বলা যেতেই পারে। সেই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার কোনও দল খেলে না। আমাদের থেকে অনেক পিছিয়ে লাতিন আমেরিকার দলগুলো।’

লাতিন আমেরিকার দুই বড় দল ব্রাজিল আর আর্জেন্টিনায় এমবাপের এমন কথা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের সামনে যখন লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা, তখন সেই পুরোনো আগুন তো জ্বলে উঠবেই!

শনিবার আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন এমবাপের মন্তব্যের ব্যাপারে। জবাবে ফরাসি তারকাকে একহাত নেন মার্টিনেজ।

আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘সে (এমবাপে) ফুটবল যথেষ্ট বোঝে না। সে তো কখনও দক্ষিণ আমেরিকায় খেলেনি। যেহেতু আপনার সেই অভিজ্ঞতা নেই, তাই এটা নিয়ে কথা না বলাই ভালো। তবে এসব কোনো ব্যাপার না। আমরা গ্রেট একটা দল, সেটা স্বীকৃত।’ সূত্র: গোলডটকম

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব মোড়লদেরও দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে, এতই সোজা!