স্পোর্টস ডেস্ক:
ভারতের স্কোয়াডে কেন ৫ স্পিনার, এমন একটা প্রশ্ন উঠেছিল আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল স্পিন আক্রমণ। কিন্তু দুবাইয়ের পিচে স্পিনই যে ভারতের কার্যকরী অস্ত্র হবে সেটা হয়ত ঠিকই ধরতে পেয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা।
কাজেও দিলো ভারতের এমন স্পিন আধিক্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের স্পিন চতুষ্টয় অক্ষর, বরুণ, কুলদীপ এবং জাদেজা নিয়েছেন ৯ উইকেট। অবশ্য বরুণ চক্রবর্তী একাই নিয়েছেন ৫ উইকেট। ২ উইকেট ছিল কুলদীপ যাদবের। অক্ষর এবং জাদেজার ভাগে ছিল ১টি করে উইকেট। আর চারজনের এই সম্মিলিত আক্রমণের সুবাদে ভারত গড়েছে নতুন রেকর্ড।
আইসিসির ওয়ানডে ইভেন্টে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে স্পিনারদের সবচেয়ে সফল বোলিং ফিগার এখন ভারতীয় স্পিনারদের দখলে। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৬ রান খরচায় ৯ উইকেট নিয়েছেন ভারতের স্পিন বিভাগ। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে স্পিন বিভাগের সেরা বোলিং ফিগারও এটিই। এর আগে আর কোনো দেশের স্পিনাররা এক ইনিংসে ৯ উইকেট নিতে পারেননি।
২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহ্যামে কেনিয়ার বিপক্ষে ২৬ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটিই ছিল স্পিন বিভাগের সেরা পারফরম্যান্স। ভারতের গতকালের ম্যাচের পর সেটা নেমে গেছে দুইয়ে। তিনে আছে বাংলাদেশের নাম। ২০০৬ সালে জয়পুরে জিম্বাবুয়ের ৭ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা।
আইসিসি ওয়ানডে ইভেন্টের সাপেক্ষেও গতকাল রেকর্ড করেছেন ভারতের স্পিনাররা। আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে স্পিনারদের সেরা বোলিং ফিগার এখন বরুণ-কুলদীপ-অক্ষরদের। ২০১১ বিশ্বকাপে মিরপুরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। সেটাকেই গতকাল টপকে গিয়ে নতুন ইতিহাস গড়ল ভারত।
অবশ্য আইসিসির ওয়ানডে ইভেন্টে স্পিনারদের ১০ উইকেট নেয়ার কীর্তিও আছে। ২০১১ বিশ্বকাপে জিম্বাবুয়ের স্পিনাররা কানাডার সবকটা উইকেটই পেয়েছিলেন।
ইতিহাসের অংশ হয়েছেন বরুণ চক্রবর্তী নিজেও। মাত্র তৃতীয় স্পিনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ উইকেট শিকার করেছেন এই রহস্য স্পিনার। ২০০৪ সালে কেনিয়ার বিপক্ষে শহীদ আফ্রিদি, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবীন্দ্র জাদেজা পেয়েছিলেন ৫ উইকেট। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইফার তুলে নিয়ে সেই তালিকায় নাম লেখালেন বরুণ চক্রবর্তী।