এমন পরিস্থিতিতে খেলা কঠিন:মাশরাফি

পপুলার২৪নিউজ ডেস্ক:
সমালোচনা গায়ে মাখেন না মাশরাফি মুর্তজা। কম সমালোচনা হজম করতে হয়নি তাকে তার নেতৃত্ব, ফিটনেস এবং দলে দীর্ঘদিন ধরে থাকা নিয়ে। এসব তাই গা-সওয়া হয়ে গেছে তার।

ইংল্যান্ড থেকে ফেরার পর মাশরাফি ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘প্রায় প্রতিটি সিরিজের প্রথম দুটি ম্যাচের পর আমাকে সরানোর জন্য বলা হয়। এভাবে খেলাটা কঠিন। জানি, সিরিজের দুটি ম্যাচের পর আমাকে সরাতে বলা হবে। এটি একটি চ্যালেঞ্জ। আমি তা গ্রহণ করেছি।’

মাশরাফি বলেন, ‘যেমন গত মে’তে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে ৬.৩ ওভারে ৫৮ রান দিয়েছিলাম। অনুভব করি, আমার বোলিংটা ঠিকঠাকমতো হয়নি। তাই পরেরদিন নেটে বেশি সময় কাটানোর পর প্রধান কোচ এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সামনেও বোলিং করি। দু’জনের সঙ্গে কথা বলি। এরপর নেটে নিজের সমস্যা দূর করি। যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা কঠিন।’

খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রভাবশালী চক্র তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। মাশরাফি অবশ্য তাদের দিকে আঙুল তুলতে নারাজ। গত বছর টি ২০ বিশ্বকাপের পর থেকে দলে তার জায়গা নিয়ে অনুচ্চারিত প্রশ্ন উঠেছে। ভক্তদের কাছে মাশরাফি আজও অসম্ভব জনপ্রিয়।

২০১৫ বিশ্বকাপের পর তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ৩০-এরও কম গড়ে এবং পাঁচের নিচের ইকোনমি রেটে ৪২ উইকেট নিয়েছেন। ২০১৬-র সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের পর থেকে তিনি দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ২৮.৮৯ গড়ে ২৮ উইকেট নিয়েছেন তিনি।

তার নেতৃত্বগুণও বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। কখনও কখনও মাঠে নেয়া তার সিদ্ধান্ত মনঃপুত হয় না অনেকের। তবু দিনশেষে দেখা যায় মাশরাফির অভিনব সিদ্ধান্ত বাজিমাত করেছে। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে নিউজিল্যান্ডের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে মোসাদ্দেককে বোলিং আক্রমণে নিয়ে এসে সাফল্য পাওয়া তার নেতৃত্বগুণের একটি উজ্জ্বল উদাহরণ।

২০১১ বিশ্বকাপের পরে হাল প্রায় ছেড়েই দিয়েছিলেন মাশরাফি। তাই শেষ ছয় বছরটাকে তিনি বোনাস হিসেবে দেখেন। প্রথমত, নিজেকে দলের একজন খেলোয়াড় হিসেবে দেখেন তিনি। এরপর একজন ক্রিকেটার এবং সবশেষে অধিনায়ক। যে ক্রিকেট খেলে তাকে নিয়ে প্রশ্ন উঠলে সবার আগে দেখতে হবে তার পারফরম্যান্স এবং ফিটনেস।

এ উপলব্ধির কথা জানিয়ে তিনি উপসংহার টানেন, ‘কখনও কখনও বিষয়টা ব্যথাতুর হয়ে ওঠে। আমি ওসব গায়ে মাখি না। শুধু ব্যক্তিগত আক্রমণে চুপ থাকতে পারি না। নিজের জায়গায় আমি শক্ত। জানি আমার কাজ হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে পারফর্ম করা।’ ক্রিকইনফো।

পূর্ববর্তী নিবন্ধঅদ্ভুত প্রেমের প্রস্তাব
পরবর্তী নিবন্ধএনআইডি ছাড়াও আবেদন করা যাবে ৩৮তম বিসিএসে