এবার ৫ বলে হলো ওভার, টেরই পেলেন না আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে মারাত্মক একটি ভুল করেছেন আম্পায়াররা। এই ম্যাচে চতুর্থ ওভারটি হয় মাত্র ৫ বলে। কিন্তু অনফিল্ড কিংবা মাঠের বাইরে দায়িত্ব থাকা কেউ-ই সেটা টেরই পেলেন না!

তখন ক্রিজে ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ওভারটি করেছিলেন আফগানিস্তানের পেসার নাভিন উল-হক। তার প্রথম বলে মার্শ ও দ্বিতীয় বলে ওয়ার্নার ১টি করে রান নেন। তৃতীয় বলে মার্শ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান। চতুর্থ বলে ৩ রান নেন মার্শ। আর পঞ্চম বলটি হয় ডট। এরপরই ওভারটি শেষ হয়ে যায়।

কিন্তু অনফিল্ড আম্পায়ার ল্যাংটন রুসারি কিংবা আলিম দার কেউ-ই টের পাননি বিষয়টা। এমনকি বিষয়টি টের পাননি টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক কিংবা রিজার্ভ আম্পায়ার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেরও চোখে পড়েনি ৫ বলে ওভার হওয়ার ব্যাপারটি।

বিশ্বকাপের মতো একটি ম্যাচে এই ধরনের ভুল ঠিক কিভাবে হলো সেটা বোধগম্য হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা করছেন তারা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে শুক্রবার আফগানিস্তানকে ৪ রানে হারায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে। জবাবে রশিদ খানের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আফগানরা।

তবে এই জয়ের পরও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়নি। শনিবার দুপুরে শ্রীলঙ্কা-ইংল্যান্ডের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে অজিদের ভাগ্য। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে ফিঞ্চ-ওয়ার্নাররা যাবেন শেষ চারে। আর ইংল্যান্ড জিতলে অস্ট্রেলিয়াকে টপকে তারা চলে যাবে সেমিফাইনালে।

 

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ নবী
পরবর্তী নিবন্ধবরিশালে বিএনপির মহাসমাবেশ শুরু