পপুলার২৪নিউজ ডেস্ক:
অটোমান সম্রাট ‘সুলতান সুলমান’র পর এবার তার পূর্বপুরুষদের গল্প নিয়ে সিরিয়াল প্রচার হবে বাংলাদেশে। সিরিয়ালটির নাম ‘দিরিলিস: আরতুগ্রুল’। ‘সুলতান সুলেমান’ দীপ্ত টিভিতে প্রচার হলেও ‘দিরিলিস: আরতুগ্রুল’ প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
আগামী ২ এপ্রিল রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন রাত ৯টায় দেখানো হবে নতুন এই সিরিয়ালটি।
এখানে দেখা যাবে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর ইতিহাস। কীভাবে একজন সাধারন মানুষ হয়েও অসামান্য বীরত্বের মাধ্যমে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল।
৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত হয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘দিরিলিস: আরতুগ্রুল’।