স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে একের পর এক চমক দিয়েই চলছে যুক্তরাষ্ট্র। অবশ্য বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ সিরিজ থেকেই তাদের চমক দেখানো শুরু। বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে স্বাগতিকরা পা রাখে বিশ্বকাপে।
এর পরের গল্পটা সবার জানা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে ১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে যুক্তরাষ্ট্র। এবার কাল পাকিস্তানের বিপক্ষে যা করেছে তা তো ছিল আরও অবিশ্বাস্য। পাকিস্তানকে সুপার ওভারে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় মোনাঙ্ক প্যাটেলে দল।
টানা দুই জয়ের পর এবার ভারত বদের দিকে চোখ রাখছে যুক্তরাষ্ট্র। নিজেদের পরের ম্যাচেই ভারতের মুখোমুখি হবে তারা। তাই ওই ম্যাচ ছাড়া আপাতত কিছুই ভাবছে না উড়তে থাকা যুক্তরাষ্ট্র।
এদশটির অধিনায়ক মোনাঙ্ক বলেন, ‘আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও ভাবছি না। সুপার ৮ তো অনেক দূরের কথা।’
আমেরিকার বিরুদ্ধে পাকিস্তান হেরে যাবে তা ভাবতে পারেননি অনেকেই। হয়তো আমেরিকার সমর্থকেরাও ভাবেননি এই ম্যাচ তাঁরা জিতবেন। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন মোনাঙ্কেরা। কানাডার পর পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে এখন তাঁরাই। ম্যাচের সেরা হয়েছেন মোনাঙ্ক। তবে তিনি কৃতিত্ব দিলেন বোলারদের।
অধিনায়ক বলেন, ‘এটা বিরাট সাফল্য। প্রথম বার পাকিস্তানকে হারালাম আমরা। এটা দলগত সাফল্য। টস জিতে আমরা পরিস্থিতিকে কাজে লাগাতে পেরেছি। আমাদের বোলারেরা পাকিস্তানকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে। দলের জয়ে নিজে অবদান রাখতে পারায় খুশি, তবে সব থেকে আনন্দ হয়েছে দল জেতায়।’
বৃহস্পতিবার দিবাগত রাতে ম্যাচের নির্ধারিত ওভারে জয়ের দুয়ারে গিয়েও শেষ বলে সমীকরণ মেলাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে, শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান নিতিশ কুমার। সুপার ওভারে গিয়েও দুর্দান্ত যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে পাকিস্তানকে ছুঁড়ে দেয় ১৯ রানের বিশাল লক্ষ্য। যা পাড়ি দিতে ব্যর্থ পাকিস্তান। অবিশ্বাস্য ম্যাচে বাবরদের উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।