এবার তামিল-তেলেগু ভাষার চলচ্চিত্রে ফজলুর রহমান বাবু

রাজু আনোয়ার: পেশাদার অভিনেতা ও শখের গায়ক ফজলুর রহমান বাবু বাংলাদেশের প্রথম সারির একজন শক্তিশালী অভিনেতা । তার অভিনয় ভিন্নতার স্বাদ পায় দর্শকরা । তিনি যখন সংলাপ বলেন, তখন মনে হয় না এটি নাটকের সংলাপ, মুখস্থ করা কিংবা কারো শিখিয়ে দেয়া। এ যেন তারই অন্তর-উদ্গীরিত শব্দমালা।
নিজেকে শুধু নাটকে অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি ফজলুর রহমান বাবু । ‘স্বপ্ন ডানার’, ‘বৃত্তের বাইরে’ ‘আহা’ ‘মনপুরা’ ‘শঙ্খনাদ’, নান্দনিক অভিনয়ের মধ্যে দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবার আশীষ রায় এর পরিচালনায় বাংলা ছাড়াও তামিল-তেলেগু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন দর্শকপ্রিয় এ অভিনেতা।
পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সিতারা’। ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, ভারতের রাইমা সেন ও বাহুবলীর অভিনয়শিল্পী এম নাসের অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে তামিল ও তেলেগু ভাষাতে।
বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গে পোশাক পাচার হয়। তিস্তা নদীকে কাজে লাগিয়ে পাচার করা পোশাক শিয়ালদহ পৌঁছায়। এরপর সেখান থেকে ভারতের বিভিন্ন প্রান্তে যায় এ পোশাক। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনী।‘সিতারা’ ছবিতে ফজলুর রহমান বাবুর স্ত্রী আর জাহিদ হাসানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন রাইমা। ৩১ মে বাংলা, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘সিতারা’ ছবিটি।

 

পূর্ববর্তী নিবন্ধঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীর
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ফণীতে ক্ষতি ৫৩৬ কোটি টাকা