এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পপুলার২৪নিউজ ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ  লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এনসিসি বাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, অন্যান্য পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ এ ভার্সুয়াল সভায় অংশগ্রহণ করেন।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে এককভাবে এনসিসি ব্যাংকের ইপিএস (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৯৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২১ টাকা ২ পয়সা। যা পূর্ববর্তী বছরে ছিল ১৯ টাকা ১৯ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ কুর্মিটোলা গল্ফ ক্লাবে এনসিসি ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১০ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহম্মদপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধসাহেদ খুব সুচতুর প্রতারক: হাছান মাহমুদ