এনসিসি ব্যাংকের এবং বাপসা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পপুলার২৪নিউজ ডেস্ক:
এনসিসি ব্যাংক সম্প্রতি এ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এ্যাবরশন, বাংলাদেশ (বাপসা) এর সাথে “পে-রোল ব্যাংকিং” এর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের আওতায় বাপসা এর কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যাংকের বিভিন্ন রিটেইল লোন ও কার্ড সেবাসহ অন্যান্য সেবাসমূহ বিশেষ সুযোগ সুবিধায় গ্রহণ করতে পারবে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং এ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এ্যাবরশন, বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ আলতাফ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও এম.শামসুল আরেফিন, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, এসইভিপি ও কাওরানবাজার শাখার ব্যবস্থাপক জালাল উদ্দীন চৌধুরী, এসইভিপি ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং এ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এ্যাবরশন, বাংলাদেশ এর পরিচালক হেদায়েতুল্লাহ খান ও ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম নিয়ে কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা ফখরুলের
পরবর্তী নিবন্ধঘাসফুল  PACE প্রকল্পের হাটহাজারীতে নিরাপদ সবজি মেলা অনুষ্ঠিত