এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন আ.লীগে যোগ দান

পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক:

এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগে যোগদান করে তিনি সাধারণ সদস্য পদ গ্রহণ করেন। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্য নেতারা ছাড়াও তার এলাকা কচুয়া উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গোলাম হোসেন জানিয়েছেন, তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।
গোলাম হোসেন বলেন, ‘আমি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্য দীর্ঘদিন আওয়ামী লীগের জন্য কাজ করেছি। আমি আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও করতে চাই।’
চাঁদপুরের কচুয়ার হাসিমপুর গ্রামের মিয়া বাড়িতে জন্ম নেওয়া এই সরকারি কর্মকর্তা ২০১৫ সালে এনবিআরের চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করেন। ইতোমধ্যে তিনি চাঁদপুর-১ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগও করছেন।
বর্তমানে এ এলাকার এমপি সরকার দলীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
অনুষ্ঠানে ১০ নম্বর গোহট ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতারাও ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
পরবর্তী নিবন্ধরবি-সোমবার সব সরকারি কলেজে কর্মবিরতি