নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্যক্রম হস্তান্তর প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, অন্য কোথায় এনআইডি গেলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা আমাদের যুক্তি বলেছি, সিদ্ধান্ত সরকারের। আমরা মনে করি, এনআইডি আমাদের কাছে সুরক্ষিত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ভোটার কার্ড আমাদের কাছে বেশি সুরক্ষিত। এটা একটা টেকনিক্যাল কাজ। অন্য কোথায় এনআইডি গেলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে। এটা কমিশনের আওতায় থাকা উচিত। অন্য কোথাও গেলে মানুষ হয়রানির শিকার হবে।
প্রধান নির্বাচন কমিশনার ছাড়া বড় সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে কি? এ বিষয়ে শফিউল আজিম বলেন, ‘রুটিন কাজে কোনো সমস্যা হচ্ছে না। কমিশন যেহেতু হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না। আমার কাজ হলো সচিব হিসেবে দায়িত্ব পালন। ইসি দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছি। এনআইডি সেবা দ্রুত দিতে কাজ করছি। জনগণ যাতে সহজে সেবা পেতে পারেন।’