এটিই আর্জেন্টিনার সবচেয়ে বাজে দল!

পপুলার২৪নিউজ ডেস্ক:

আর্জেন্টিনার বর্তমান ফুটবল দলটিকে ইতিহাসের সবচেয়ে বাজে দল বলে আখ্যায়িত করেছেন দেশটির বিশ্বকাপজয়ী খেলোয়াড় ওসি আরদিলেস। চলতি বিশ্বকাপে খারাপ দিয়েই শুরু করেছে মেসিশিবির। গ্রুপপর্বের প্রথম খেলায় মেসির পেনাল্টি মিসের বদৌলতে আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছেন মেসিরা।

এর পর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বসে দলটি। এতে ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে দুবারের চ্যাম্পিয়নরা।

দলের বর্তমান অবস্থার জন্য টুইটারে লম্বা এক পোস্টে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও কোচ হোর্হে সাম্পাওলির ওপর ক্ষোভ ঝেড়েছেন ১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য আরদিলেস।

আর্জেন্টিনার সাবেক এ সেন্ট্রাল মিডফিল্ডার তার পোস্টে লেখেন- বিশ্বচ্যাম্পিয়ন থেকে আর্জেন্টিনার ফুটবলে এটি সবচেয়ে বাজে জাতীয় দল।

তিনি বলেন, এএফএ খারাপ থেকে খারাপ হচ্ছে। এক বছরে তিনজন কোচ, হঠাৎ করেই কেউ একজন সভাপতি নির্বাচিত হয়ে যান। খেলোয়াড়দের মধ্যে অনেকেরই জাতীয় দলে তাদের সময় শেষ হয়ে গেছে। তাদের ব্যক্তিত্বের অভাবটা লক্ষণীয়।

পূর্ববর্তী নিবন্ধবাবা যখন বিশ্বকাপ দেখায় ব্যস্ত, তখন মা-মেয়েকে হত্যা
পরবর্তী নিবন্ধযশোরে দুর্বৃত্তদের বোমা হামলায় যুবলীগ নেতা নিহত