এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য: পূজা চেরি

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তিনি দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন। নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ নামে ওয়েব ফিল্ম এটি। তার সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।

ওয়েব ফিল্মে শুটিংয়ের জন্য বর্তমানে থাইল্যান্ড অবস্থান করছেন পূজা। শুটিং করছেন বিভিন্ন দর্শনীয় লোকেশনে। সুযোগ পেলেই সেখানকার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। শুটিংয়ের ফাঁকে পূজা সেখানকার বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন এবং সেই দৃশ্য ফ্রেমে বন্দি করে শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে।

এদিকে গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জোভান-পূজার ওয়েব ফিল্মের শুটিংয়ের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যায়, জোভান-পূজা দুজনকে জড়িয়ে চুমু খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, সিনেম্যাটিক স্টাইলে পূজাকে ফুল দিয়ে প্রপোজ করছেন জোভান। ছবিগুলো এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই মনে করেন শুটিংয়ের আড়ালে চুটিয়ে প্রেম করছেন জোভান-পূজা।

বিষয়টি মোটেও তেমন নয় বলে জানিয়েছেন পূজা। ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকক থেকে হোয়াটসঅ্যাপে বিষয়টি সম্পর্কে পূজা বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন।’

তিনি আরও বলেন, এটি শুটিংয়ের একটি অংশ। পাশেই পরিচালক, আমার মাসহ অন্যরা ছিলেন। আসলে ছবিগুলো ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সবার কাছে অনুরোধ আমাকে কেউ ভুল বুঝবেন না। শুরু থেকেই সম্মানের সঙ্গে কাজ করে আসছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এমন কিছু বাস্তবে ঘটলে নিশ্চয়ই এভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে করতাম না। ওয়েব ফিল্মটি মুক্তি পেলে বিষয়টি পরিষ্কার হবে।’

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আসছেন না নোরা ফাতেহি
পরবর্তী নিবন্ধনাচ করতে পোল্যান্ড যাচ্ছেন পারসা ইভানা