এখনো আশাবাদী সৌরভ

পপুলার২৪নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের ভবিষ্যতবাণী করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে পুনেতে আড়াইদিনেই প্রথম টেস্ট হেরে বসায় টিম ইন্ডিয়াকে নিয়ে টিকা-টিপ্পনি শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে দলটির সামর্থ নিয়েও।

তবে এসবের মধ্যেও কোহলি বাহিনী ভালো করবে বলে আশাবাদী সৌরভ।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই জায়গা থেকেও বিরাট কোহলির টিম ঘুরে দাঁড়াতে পারে। এক্ষেত্রে ১৬ বছর আগে ইডেনের স্মৃতি তুলে ধরলেন সৌরভ। সেবার তার নেতৃত্বেই প্রথম টেস্টে হারের বদলা নিয়ে ইডেন গার্ডেন্স থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সিরিজও জিতেছিল।

সৌরভ বলেন, ‘ওই সময়ের সঙ্গে আমি এবারের টিমের কোনও তুলনা করতে চাই না। দু’টো টিম একেবারে আলাদা। তবে আমার মনে হয়, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়াতে পারে ভারত।’

প্রথম টেস্টে ভারতের ধাক্কা খাওয়ার বিষয়ে তার মত, ‘আমার মনে হয়েছে অস্ট্রেলিয়াকে যতটা গুরুত্ব দেয়া দরকার ছিল, ভারত সেটা দেয়নি। তার ফলই পেতে হয়েছে।’

পাশাপাশি, তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘২০০১ সালের পর আবার দু’জন ভাল স্পিনার অস্ট্রেলিয়া টিমে এসেছে। যারা দায়িত্ব নিয়ে যে কোনও টিমকে খুব সহজেই উড়িয়ে দিতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধসান্তাহারে বহুতল খাদ্যগুদাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাড়ি অবরুদ্ধ করে রাখা সেই দেয়াল ভেঙ্গে ফেলা হচ্ছে