এখনও আইপিএল খেলার ছাড়পত্র চাননি সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান কি আয়ারল্যান্ডের সাথে একমাত্র টেস্ট খেলবেন? আইপিএল শুরু হবে ৩১ মার্চ। আর শেরে বাংলায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। তাই আইপিএল খেলতে গেলে সাকিবের ওই টেস্ট খেলার সম্ভাবনা খুব কম।

টেস্ট তো নয়ই, কলকাতা নাইট রাইডার্সের যেহেতু ১ এপ্রিলই খেলা, তাই সাকিব আয়ারল্যান্ডের সঙ্গে ৩১ মার্চ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচও খেলতে পারবেন কি না- তা নিয়েও আছে সংশয়।

টিম বাংলাদেশের টি-টোয়েন্টি আর টেস্ট অধিনায়কের আয়ারল্যান্ডের সাথে সিরিজ পুরো খেলা নিয়ে যখন এমন অনিশ্চয়তা, তখন বিসিবির ভাবনা কী? বিসিবি কি সাকিবকে আইপিএল খেলার অনুমতি দেবে?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই বলে রেখেছেন, জাতীয় দলের কোনো খেলা থাকলে কেউই এনওসি (ছাড়পত্র) পাবে না। তখন মনে হচ্ছিল, সাকিবসহ জাতীয় ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি নাও দিতে পারে বিসিবি।

কিন্তু আজ মিডিয়ার সামনে খানিক নমনীয় মনে হলো বোর্ড প্রধানকে। সাকিব, লিটন, মোস্তাফিজকে কি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের সময় আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে?

রোববার রাতে খেলা শেষে শেরে বাংলায় বিসিবি প্রধানের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো! আগে কথাটা হোক। ওরা (সাকিব, লিটন ও মোস্তাফিজ) আসুক। শুনি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদের বলেছি।’

সাকিব কি আয়ারল্যান্ডের সাথে সিরিজ না খেলার ব্যাপারে কিছু বলেছেন? পাপনের জবাব, ‘সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলেবল নয়। আমি তো জানি অবশ্যই অ্যাভেইলেবল। এনওসি যদি চায়, তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন, আমার তো মনে হয় এখন জোর করে তার কাছ থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।’

 

পূর্ববর্তী নিবন্ধভিএআরের কল্যাণে কষ্টার্জিত জয় বার্সার
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৯ জঙ্গি গ্রেপ্তার