গুলশানের হলি আর্টিজান হামলার পর সরকার জঙ্গিবাদ নিশ্চিহ্ন করার দাবি করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কিভাবে আপনারা জঙ্গি আস্তানা খুঁজে পাচ্ছেন?’
বুধবার রাজধানীর কঁচিকাঁচার মেলা ভবনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ড. মোশাররফ এমন প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘জঙ্গি একটা শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে। আপনারা যদি জঙ্গি নির্মূল করে থাকেন, তাহলে তাদের আবার কিভাবে খুঁজে পাচ্ছেন?’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘জনগণ বলাবলি শুরু করেছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে এগুলো করা হচ্ছে কিনা। এটা আজকে অনেকে সন্দেহের চোখে দেখছেন।’
সরকারের দুর্বলতার কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতির লীলাভূমিতে পরিণত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. মোশাররফ বলেন, ‘আমরা এদেশকে আন্তর্জাতিক রাজনীতির যুদ্ধক্ষেত্র হিসেবে দেখতে চাই না। আমরা লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, তাই স্বাধীন-সার্বভৌমভাবে আমরা বেঁচে থাকতে চাই।’
বাংলাদেশ ব্যাংকের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন আমরা দেখতে পাই- ১৩তলায় আগুন? ওপরেও নয়, নিচেও নয়, যেই ১৩তলায় বৈদেশিক মুদ্রার লেনদেনের কার্য্ক্রম, সেই ১৩তলায় কেন আগুন?’
১৩তলার আগুনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থসংক্রান্ত সব প্রমাণাদি জ্বলে-পুঁড়ে ছারখাড় হয়ে গেছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে তিনি বলেন, ‘ভারত আমাদের ভ্রাতৃপ্রতিম বন্ধুপ্রতিম দেশ, তিন দিকে তারা। এখানে আমাদের প্রতিরক্ষা হুমকি কোন দিক থেকে- এটা প্রধানমন্ত্রী এখনও বলেননি।’
ড. মোশাররফ প্রশ্ন রেখে বলেন, ‘যদি প্রতিরক্ষার হুমকি আমাদের দেশে না থাকে, তাহলে অন্য দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিই বলেন আর সমঝোতা স্মারকই বলেন তার কী প্রয়োজন?’
এসময় সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, কেন্দ্রীয় নেতা সাহাবুদ্দিন মুন্না, লিটন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।