একাদশে দুই পরিবর্তন, ফিরলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারে শুরু করার পর এবার বাংলাদেশ একাদশে এসেছে দুইটি পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচের একাদশে ছিলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ একাদশে ফিরেছেন। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। এদিকে পেসার তানজিম হাসান সাকিবের বদলে এসেছেন নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে: সিইসি
পরবর্তী নিবন্ধবাঁচামরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ